• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, March 12, 2017

ভারত এবার ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে!

এক সমীক্ষায় দেখা গেছে, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ ভারতীয়কে ‘ঘুষ’ দিতে হয়। সেই হিসেবে ভারত এবার ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে!সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এশিয়া প্যাসিফিকের দেশগুলিতে এক সমীক্ষা চালায় ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের দুর্নীতিবিরোধী সংগঠনটি।

তাদের সেই সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।, যাতে বলা হয়েছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় কোনো না কোনো সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। এই তালিকায় দ্বিতীয়তে রয়েছে ভিয়েতনাম, তারপর রয়েছে পাকিস্তান এবং চীন। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপানের নাম। 


মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান।এশিয়া প্যাসিফিকের ১৬টি দেশ জোড়া এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ২০ হাজার সাধারণ জনগণ।


ওই সমীক্ষায় জানা যায়, ভারতের পুলিশ বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’- এর কর্মকর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে...
Share:

৫১ বছর বয়সী বিথি খাতুনের উচ্চতা ২ ফিট ১১ ইঞ্চি!

প্রতিবন্দি সৈয়দা বিথি খাতুনের কাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায়। পলাশবাড়ির পিয়ারী মার্কেটে জমজম টেইলারিং হাউসে নিজের পোশাক তৈরির জন্য বৃদ্ধ মায়ের সঙ্গে ২ ফিট ১১ ইঞ্চির শরীরে সাজুগুজু করে এসেছেন প্রতিবন্দি সৈয়দা বিথি খাতুন। সৈয়দা বিথি খাতুনকে দেখতে তৎক্ষণাত সর্বস্তরের উৎসুক জনতার ভীড় শুরু হয়।


জানা যায়, সাদুল্যাপুর উপজেলার ১১ নং খোদ্দকমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের লিকপাড়ার মৃত- সৈয়দ জয়নাল আবেদীন এবং মাতা সৈয়দা জেবা আকতার ওরফে রুমি বেগমের কন্যা হলেন সৈয়দা বিথি খাতুন।

সৈয়দা বিথি খাতুন ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়নের তালিকাভুক্ত শাররিক ও বুদ্ধি প্রতিবন্দি ভাতাভোগী। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় সৈয়দা বিথি খাতুনের মা সৈয়দা জেবা খাতুনের সঙ্গে।

তিনি জানান, তার কন্যা শুধুমাত্র প্রতিবন্দি ভাতা পান যা দিয়ে আমার কন্যার জীবন যাপনে হিমশিম খেতে হচ্ছে। আমি যতোদিন বেঁচে আছি ততোদিন চিন্তা করি না। তবে আমার স্বামীর মতো আমি যেদিন চলে যাবো না ফেরার দেশে সেদিন আমার কন্যাকে কে দেখবে, ওর কপালে কি ঘটবে, ভেবে আমি আরো অসুস্থ হয়ে পড়ি। আমি ওর জন্য আপনাদের কাছে দোওয়া ও সহযোগিতা কামনা করছি। সৈয়দা বিথি খাতুন এর স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে তিনি দেশের প্রধানমন্ত্রীসহ দেশে এবং জেলার বৃত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
Share:

সীম থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করতে কোডগুলো কী? জেনে নিন

আমাদের মোবাইলে মাঝে-মধ্যেই এই সমস্যা দেখা দেয়। কোনো কিছু না করার পরও হঠাৎ দেখা যায় টাকা লোড করার পর টাকা কেটে নিচ্ছে। কিন্তু কীভাবে এটি ঘটছে তা আপনার জানা নেই।
গ্রামীনফোনের সীম হতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোডগুলো আজ জেনে নিন!

সংগ্রহ করে রাখুন কোডগুলো:

Grameenphone: All Service type Stop all and send 2332
Grameenphone: Welcome tune : Type Stop and send to 4000
Grameenphone: Internet off *500*40#
Grameenphone: Facebook Type Stop and send to 32665
Grameenphone: Facebook USSD dial *325*22#
Grameenphone: Mobile Twitting Type Stop and send to 9594
Grameenphone: Call Block : Type Stop CB and send to 5678
Grameenphone: Missed Call Alert write STOP MCA and send to 6222
Grameenphone: Cricket Alert Service Stop Cric to 2002.
Grameenphone: Sports service Type STOP SN and SMS to 2002.
Grameenphone: Cricket service, type STOP CR and SMS to 2002.
Grameenphone: Mobile Backup Write Stop MB and send to 6000
Grameenphone: Buddy Tracker Type Stop and send to 3020
Grameenphone: Music News Type Stop BD and send to 4001
Grameenphone: Voice Chat dial 2828 and press 8.
Grameenphone: Entertainment Box Type Stop and send to 1234
Grameenphone: Ebill type Ebill cancel and send to 2000.
Grameenphone: Job News type STOPJOBCATEGORY to 3003.
Grameenphone: Namaz timings: SMS STOP N to 2200.
Grameenphone: Hadith sharif SMS STOP H to 2200.
Grameenphone: Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21#
Share:

বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটা কতখানি ভয়ংকর হতে পারে?

বর্তমান সময় স্মার্টফোন মানুষের নিত্যসঙ্গি হিসেবে পরিণত হয়েছে। এক মুহূর্তও চলে না মোবাইল ছাড়া।বেশির ভাগ ক্ষেত্রেই রাত্রে বিছানায় ঘুমোতে যাওয়ার পূর্বে মোবাইল ঘাটাঘাটির অভ্যাস থাকে অনেকের। অর্থাৎ শোবার পূর্বে মোবাইল ঘাটাঘাটি রীতিমতো নেশায় পরিণত হয়।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই অভ্যাসেই রয়ে যাচ্ছে গুরুতর বিপদের আশঙ্কা। ইউসিএলএ স্কুল অফ মেডিসিনের গবেষকরা এক সমীক্ষায় তথা গবেষণা শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিণের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
কী ধরনের ক্ষতি হতে পারে তারজন্য? গবেষকদলের প্রধান ডাক্তার ড্যান সিগাল এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আসলে মোবাইল ফোনের স্ক্রিণ থেকে যে নীল এবং সাদা আলো বিচ্ছুরিত হয়, তা মানুষের মস্তিষ্ক হতে মেলাটোনিন নামের হরমোনের ক্ষরণে বাধা সৃষ্টি করে।
এই হরমোনই মূলত মানুষের শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে থাকে। যে কারণে স্বভাবতই সেই মেলাটোনিন ক্ষরণে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অনিদ্রা বা ঘুমের অভাব দেখা দেয়।’
তবে ঘুম কম হলেই বা ক্ষতি কী? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়েছে, যারা দিনে ৮ ঘণ্টার কম ঘুমোন, তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ১৫ শতাংশ বেড়ে যাবে। অর্থাৎ ঘুমানোর পূর্বে মোবাইল ঘাঁটার অভ্যাস কার্যত অস্বাভাবিক ও অকাল মৃত্যুকে কাছে ডেকে আনা ছাড়া কিছু নয়।
ডক্টর সিগাল বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে বলেছেন, ‘মোবাইল স্ক্রিণ হতে যে ফোটন-প্রবাহ চোখের দিকে আসে, তা আমাদের মস্তিষ্কের ক্রমাগত এই বার্তা পাঠায় যে, ‘জেগে থাকো জেগে থাকো’।
সিগাল জানান, ‘যে কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমাদের ঘুম কমে যায়, অথবা প্রয়োজনীয় গভীর ঘুম হতে বঞ্চিত হয় শরীর। সে কারণে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। ডায়বেটিস, স্থূলতা, হার্টের রোগ এমনকী ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রাস্বল্পতার কারণে বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও ক্লান্তি, অবসাদ বা যৌন ইচ্ছা হ্রাসের মতো সমস্যাও দেখা দিতে পারে।’
Share:

ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিলো আড়াই লাখ বছর আগে!!!!!!!!

ভিনগ্রহীদের নিয়ে নানা গবেষণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। ভিনগ্রহীদের পৃথিবীতে আগমন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এবার গবষকরা বলেছেন, ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিলো আড়াই লাখ বছর আগে!এই প্রশ্ন আজকের নয়, এই প্রশ্ন বহু দিনের বহু যুগের! ইউএফও (An unidentified flying object, or UFO) বলে কী সত্যি কিছু রয়েছে! ভিনগ্রহের বাসিন্দারা কি উইএফও চড়ে আমাদের পৃথিবীতে আসলেও এসেছিলো? তারা কি বন্ধুত্ব করতে চায় আমাদের সঙ্গে? এ প্রশ্নগুলোর উত্তর জানার জন্য গবেষণা কম হয়নি। কোটি কোটি ডলার খরচ করে বড় বড় অনেক গবেষণাগারও হয়েছে।
সম্প্রতি, রোমানিয়ায় অ্যালুমিনিয়াম নির্মিত একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনলাইন সাইটে প্রকাশিত খবরে দেখা যায়, বস্তুটি পাওয়া যায ১৯৭৩ সালে। তবে এতো বছর ধরে এটিকে রাখা হয় লোকচক্ষুর আড়ালেই। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর যে তথ্য বেরিয়ে এসেছে, তা থেকেই সৃষ্টি হয়েছে এক বিস্ময়ের। পরীক্ষায় দেখা গেছে যে, বস্তুটি ৯০ শতাংশ অ্যালুমিনিয়াম এবং ১২টি ধাতুর সম্বন্বয়ে গঠিত। বস্তুটি আড়াই লক্ষ বছরের পুরনো। এখান থেকেই কৌতূহল সৃষ্টি হয়েছে। আড়াই লক্ষ বছর পূর্বে মানুষ মেটালিক অ্যালুমিনিয়ামের কথা ভাবতেও পারতো না। মানব সভ্যতা এই মেটালিকের সঙ্গে পরিচিত হয় কম বেশি বড় জোর ২শ’ বছর পূর্বে। তবে আড়াই লক্ষ বছর পূর্বে ওই ধাতব বস্তু পৃথিবীতে এলো কীভাবে? এ প্রশ্ন আসছে। যদি ধরে নেওয়া যায় জিনিসটি কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি, তাহলে তা এসেছে পৃথিবীর বাইরে এবং সেখানকারই কোনো বাসিন্দার সঙ্গেই। ১৯৭৩ সালে মধ্য রোমানিয়ার ম্যুরে নদীর তীরে খননকার্য চালানোর সময় মাটির ১০ মিটার গভীরে ৩টি বস্তু পাওয়া যায়। বস্তুগুলির গঠন ছিলো যথেষ্ট অস্বাভাবিক। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে ভেবেছিলেন, এগুলো এক ধরনের ফসিল। সেগুলো পরীক্ষার পরে দেখা যায়, ৩টি বস্তুর মধ্যে দু’টি কোনো স্তন্যপায়ী প্রাণির ফসিল, যারা ১০ হাজার হতে ৮০ হাজার বছর পূর্বেই বিলুপ্ত হয়েছে। তবে তৃতীয় বস্তুটি পরীক্ষা করতে গিয়ে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্যটি! তবে গবেষকরা এখনও তাদের গবেষণা অব্যাহত রেখেছেন।
Share:

Monday, February 27, 2017

হৃতিকের সঙ্গে নাচতে চান বিশ্বের সবচেয়ে মোটা নারী

বলিউড হার্টথ্রব সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণের পর এবার আরেকটি চাহিদার কথা জানালো  বিশ্বের সবচেয়ে মোটা নারী (৫০০ কেজি) ইমান আহমেহ আবদুলাতি। তিনি মিশরের অধিবাসী। 

সম্প্রতি মুম্বাইয়ে ওজন কমানোর চিকিৎসা করাতে এসে ভারতীয় গণমাধ্যমকে এই সুপ্ত ইচ্ছার কথা জানান তিনি। 

তিনি বলেন, ‘ওজন কমিয়ে একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি হৃতিক রোশনের সঙ্গে নাচতে চাই।’ অবশ্য এর জবাবে সুপারস্টার হৃতিক রোশন ভারতীয় পত্রিকায় জানায়, ‘ ইমন একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি অবশ্যই তাঁর সঙ্গে নাচবেন।’

এ মুহুর্তে ভারতের বাহিরে রয়েছেন হৃতিক রোশন। এসেই মিশরের এই মহিলার সঙ্গে দেখাও করতে চান তিনি।  

জানা যায়, এখন ইমান মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । সেখানে তাঁর অস্ত্রোপচার হওয়ারও কথা রয়েছে। 

ঐ প্রতিবেদন থেকে আরো জানা যায়,  হৃতিকের মা পিঙ্কি রোশন তার চিকিত্সার জন্যে ১০ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়া সালমান খানও জানিয়ে দিয়েছেন এই বিশেষ ভক্তের  সঙ্গে দেখা করে তার ইচ্ছে পূরণ করবেন।

Share:

Sunday, February 26, 2017

এবার রিয়ালকে চ্যালেঞ্জ জানালো সেভিয়া!

গত মৌসুমে ইলিশ লিগে হঠাৎ জায়ান্ট হয়ে ওঠে লেস্টার সিটি। সবাইকে বিস্মিত করে ট্রফি ঘরে তুলে আন্ডারডগ এই দলটি। স্প্যানিশ লা লিগাতে কী এবার তবে সেভিয়া চমক? সেটাই তো মনে হবার।

লা লিগা মানে বার্সেলোনা-রিয়ালের দ্বৈরথ।মাঝে মধ্যে এই লড়াইয়ে সামিল হয় আতলেটিকো। তবে এবার সবাইকে চমকে শিরোপা লড়াইয়ে আবির্ভূত সেভিয়া।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সেভিয়া। এই জয়ে রিয়ালকে ধরে ফেললো তারা।

সেভিয়ার পয়েন্ট এখন ২৪ ম্যাচে ৫২। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান। অবশ্য মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। অন্যিদিকে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেটিকো মাদ্রিদ।  মানে লা লিগায় শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে।

শনিবার ৩৬ মিনিটে রিজা ডুরমিসির গোলে এগিয়ে যায় রিয়াল বেতিস।এরপর ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় তারা।তবেদ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান গাব্রিয়েল মের্কাদো।৭৬ মিনিটে জয় নিশ্চিত করেন ভিসেন্তে ইবোরা।
Share:

আমি তো বোলিংও করতে চাই : মুশফিক

২০০৫ সালে টেস্ট ও ২০০৬-এর ওয়ানডে অভিষেকর পর থেকে জাতীয় দলে তিনি নিয়মিত উইকেট কিপার। জাতীয় দলে তার অভিষেক উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবেই। মানে উইকেট কিপিং তার মূল দায়িত্ব। নিজের নিরলস পরিশ্রমের ফলে ব্যাটিংয়ে তিনি এতটাই উন্নতি করেছেন যে, উইকেট কিপিং ছেড়েও তিনি চোখ বন্ধ করে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলে থাকতে পারেন।

কিন্তু ব্যাটিংয়ে বেশি মন দিতে গিয়ে উইকেট কিপিংয়ে কী সমস্যা তৈরী করে পেয়েছেন মুশফিক নিজে? গত বছর দেড়েক ধরে উইকেটের পিছনে তিনি অসংখ্য সহজ ক্যাচ ছেড়েছেন। বারবার সমালোচনার  পড়েছে তার কিপিং। সদ্য ভারত সফরেও বাজে ক্যাচ ছেড়ে সমালোচিত হন মিস্টার কুল খ্যাত মুশফিক।

তখন থেকেই গুঞ্জণ, শ্রীলঙ্কা সফরে হয়তো উইকেটের পিছনে থাকবেন না তিনি। মুশফিকের জায়গায় দেখা যেতে পারে লিটন দাস বা সোহানের মধ্যে যে কাউকে। টিম ম্যানেজমেন্টও নাকি চেয়েছিল মুশফিক নিজে থেকে কিপিং ছেড়ে দিক। তবে মুশফিককে না বলে তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতেও চায় না ম্যানেজমেন্ট। ব্যাপারটা মুশফিকের উপরই ছেড়ে দেন নির্বাচক মন্ডলী ও টিম ম্যানেজমেন্ট।

তবে আপাতত কোনো গুঞ্জণই সত্য হচ্ছে না। শ্রীলঙ্কা সফরেও উইকেটের পিছে দেখা যাবে মুশফিককেও। সেই ইঙ্গিত আগেই মিলেছে। বিশেষ করে দল ঘোষণার পর। এবং প্রধান নির্বাচকের কথায়ও।

রবিবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের সেটা আরো স্পষ্ট করে দিলেন মুশফিক। কিপিংয়ে না থাকার সম্ভাবনা প্রকারন্তরে উড়িয়েই দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। রসিকতা করে বললেন,‘ আমি তো বোলিংও করতে চাই। সুযোগ থাকলে সেটাও করতাম। উইকেট কিপিং আর ব্যাটিং আমি একই সঙ্গে সামানভাবে উপভোগ করি। সব  কিছু ঠিক করে  থাকেন টিম ম্যানেজম্যান্ট। দলের জন্য যেটা ভালো মনে করবেন তারা সেটাই করবেন। তবে আমি ব্যাটিং যেমন উপভোগ করি, উইকেট কিপিংও তেমনি উপভোগ করছি।’

চারদিকে তার উইকেট কিপিংয়ের মান নিয়ে সমালোচনা নিয়ে মুশফিক বলেন,‘ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে মিস করে না। আমার দেখা সেরা উইকেটকিপার এখন সাহা (ঋদ্ধিমান)। ইংল্যান্ড ও আমাদের সাথে ম্যাচে সেও মিস করেছে। শুধু আমি নই, দলের সবাই চেষ্টা করে অবদান রাখতে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। একারণেই আমরা এখানে এসেছি। এটা আমাদের রুটি-রুজি। এটার সঙ্গে বেইমানি করার সুযোগ নেই।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কা রওনা হচ্ছে বাংলাদেশ দল। ৭ তারিখ গলে হবে প্রথম টেস্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Share:

Thursday, February 23, 2017

কোটিবার দেখা হলো মিনারের গান

শুধু কি অর্থের হিসাবে একজন কোটিপতি হন? যাঁর গান ইউটিউবে কোটিবার দেখা হয়েছে, তাঁকে ‘কোটিপতি’ বলা যায় কি? তাহলে সেই অর্থে সংগীতশিল্পী মিনার রহমান এ যাত্রায় কোটিপতি হয়েই গেলেন। ইউটিউবে তাঁর ‘ঝুম’ গানটি এ পর্যন্ত এক কোটিবার দেখেছেন দর্শক।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র আনন্দ–এ ছাপা হয়েছিল কোটি ছুঁইছুঁই ‘ঝুম’ গানের ভিডিওটির কথা। গত বুধবার পর্যন্ত পাওয়া হিসাব তা-ই বলেছিল। কিন্তু গতকাল রাত নাগাদ কোটির কোঠা পেরিয়ে যায় ‘ঝুম’ গানটি।
‘ঝুম’ গানটি প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলে রয়েছে। এক কোটি ‘হিট’-এর মাইলফলক ছোঁয়ার পরপরই কথা হলো গানচিলের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবালের সঙ্গে। তিনি কোটির মাইলফলক ছোঁয়ার খবরের সঙ্গে যোগ করেন আরেকটি নতুন খবর। ‘ঝুম’ গানের এই অর্জনকে তাঁরা উদ্যাপন করবেন। একই আয়োজনে মিনারের আরেকটি নতুন গানও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। নতুন সেই গানের নাম ‘তা জানি না’। মিনারের গাওয়া এই গানটির কথা ও সুর দিয়েছেন তিনি নিজেই। সংগীতায়োজন সাজিদ সরকারের, ভিডিও তৈরি করেছেন তানিম রহমান।
এদিকে ‘কোটিপতি’ মিনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও দেন একই তথ্য। বলেন, নতুন গানটি অনেকটা কথানির্ভর। গানের কথায় তিনি তুলে ধরেছেন এই প্রজন্মের সম্পর্কের দ্বন্দ্বের কথা। এই গানের ভিডিওর শুটিং হয়েছে চট্টগ্রামে।
গত বছরের ১৬ জুন ইউটিউবে পোস্ট করা হয় ‘ঝুম’ গানটি। প্রকাশের আট মাস পেরোতেই গানটি পৌঁছে গেল কোটির কোঠায়। এর আগে ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি পেরিয়েছিল এক কোটিবার দেখার কোঠা। ওই গানটি ২০১৫ সালের ৫ এপ্রিল ইমরান তাঁর ইউটিউব চ্যানেলে তোলেন। গত বছরের আগস্টে গানটি দেখার সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়।
গানের খবরের পাশাপাশি মিনার জানান, ইদানীং আঁকাআঁকি নিয়েও ব্যস্ততা বেড়েছে তাঁর। আবারও কার্টুন আঁকায় মনোযোগ দিয়েছেন তিনি। কথায় কথায় জানালেন, তাঁর আঁকা কার্টুন দিয়ে তৈরি টি-শার্ট আসবে বাজারে।


Share:

সেই আফ্রিদির প্রতিই এখন সমব্যথী শোয়েব

একবার-দুবার নয়, চার-চারবার অবসরের কথা বলে আবারও ফিরেছিলেন শহীদ আফ্রিদি। পঞ্চমবারে এসে অবশ্য চূড়ান্ত অবসরের ঘোষণাটা দিয়েছেন, তবু কারও যেন ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না পুরোপুরি। অনেকেরই সন্দেহ, পাকিস্তানি এই অলরাউন্ডার আবারও জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করবেন। বলবেন, দেশকে তাঁর এখনো অনেক কিছুই দেওয়ার বাকি!
আপাতত, ধরে নেওয়া যাক তিনি বিদায়টা নিয়েছেন পাকাপাকিভাবেই। বয়সটাও কম হয়নি—৩৭। তাঁর সমসাময়িক প্রায় সব ক্রিকেটারই বিদায় নিয়েছেন। আফ্রিদিও নিলেন। তবে তাঁর বিদায়টা নীরবে-নিভৃতে হোক, এটা চান না পাকিস্তান দলে তাঁর সতীর্থ শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার চান, একটু জাঁকজমকের সঙ্গেই বিদায় হোক আফ্রিদি। তিনি তো পাকিস্তান ক্রিকেট-ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশই। এতগুলো বছর পাকিস্তানের জার্সি পরে খেলার পর যদি একটু বিদায় সংবর্ধনা না পান, সেটা কেমন কথা!
পাকিস্তানি ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে এক আলাপচারিতায় শোয়েব তাঁর অভিমতটা জানিয়েছেন, ‘হাজার হোক আফ্রিদি ২০ বছর পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছে। সে একটা জাঁকজমকপূর্ণ বিদায় পেতেই পারে। নিদেনপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ওর জন্য একটা নৈশভোজের ব্যবস্থা করা। বোর্ডের কাছে এমন কিছু করার জন্য আমার অনুরোধই রইল।’
২০১৩ সালের দিকে আফ্রিদি-আখতার ব্যক্তিগত সম্পর্ক পৌঁছেছিল তলানিতে। সে বছর দক্ষিণ আফ্রিকা সফরে আফ্রিদির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে আফ্রিদির তোপের মুখে পড়েছিলেন। দুজনে জড়িয়েছিলেন কথার লড়াইয়ে। শোয়েবকে ‘মিস্টার বিন’ আখ্যা দিয়েছিলেন আফ্রিদি। ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘বিশেষজ্ঞ হিসেবে পাকিস্তানের কিছু সাবেক ক্রিকেটার এমনভাবে কথা বলেন যেন তাদের সময় কখনোই পাকিস্তান হারেনি।’ সমালোচনায় আফ্রিদির এমন প্রতিক্রিয়ায় শোয়েব বলেছিলেন, ‘এত বছর ক্রিকেট খেলেও আফ্রিদি পরিণত হতে পারেনি। তার কথাবার্তা খুবই শিশুসুলভ।’


Share:

বার্সেলোনাকে ডাকছে লা লিগার শীর্ষস্থান

শনিবার মহা-পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালদেরন—অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে খেলতে হবে তাদেরই বিপক্ষে। কঠিন এ ম্যাচে অবশ্য অনুপ্রেরণার অভাব নেই মেসি-নেইমারদের। জিতলেই যে স্প্যানিশ লিগের শীর্ষে চলে যাবে বার্সেলোনা!
২০ আগস্ট, ২০১৬। এ মৌসুমে লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। শুরুটাও হয়েছে দুর্দান্ত, রিয়াল বেটিসকে ন্যু ক্যাম্পে ৬-২ গোলে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা। লিগ টেবিলের শীর্ষেও উঠল লুইস এনরিকের দল। পরের ম্যাচেও হাসিমুখে মাঠ ছেড়েছেন মেসি-সুয়ারেজ-নেইমাররা। তবে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলের ওই জয়ের পরও গোল ব্যবধানে লিগের শীর্ষস্থান হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। এর পর কেটে গেছে ছয় মাস, হারানো সে অবস্থান আরও ফিরে পায়নি বার্সেলোনা।
এত দিন পর শীর্ষে ওঠার একটা সুযোগ এসেছে বার্সেলোনার সামনে। গত রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১-ই থেকে গেছে। ২৬ তারিখ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে তাই অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও লিগে শীর্ষে উঠে যেতে পারবে বার্সা। কাজটা কঠিন হতে পারে কিন্তু কদিন আগেই কোপা ডেল রের ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে ২-১ গোলে জয় পেয়েছে তারা। সেটির পুনরাবৃত্তি হলেই ৬ মাস পর লা লিগার শীর্ষে বার্সার নাম দেখা যাবে।
শনিবার বার্সা-অ্যাটলেটিকো ম্যাচের খানিক পরই রিয়ালের ম্যাচ। কিন্তু একে তো ভিয়ারিয়ালের মাঠ অনেক দিন ধরেই রোনালদোদের পুরোনো মাথাব্যথা, তাঁর ওপর রিয়ালের সাম্প্রতিক ফর্মটাও (গত ১০ ম্যাচে মাত্র পাঁচ জয়) ভালো যাচ্ছে না। সে ম্যাচে রিয়ালের পা হড়কানোর প্রত্যাশা ন্যু ক্যাম্পে হতেই পারে।
আপাতত অ্যাটলেটিকোকে হারানোতেই চোখ বার্সেলোনার
Share:

বাঙ্কারের নিচে ২০ কক্ষে গাঁজার কারখানা!


পারমাণবিক হামলা হলে গণ্যমান্য ব্যক্তিদের রক্ষা করতে আশির দশকে তৈরি করা হয় বিশাল এক বাঙ্কার। সেই বাঙ্কারে মিলল কি না গাঁজার কারখানা! যুক্তরাজ্যের পুলিশ বুধবার অভিযান চালিয়ে ওই বাঙ্কারের ২০টি কক্ষে গাঁজা চাষের সন্ধান পায়। যার দাম প্রায় ১০ লাখ পাউন্ড।


বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, উইল্টশায়ারে চিলমার্কের আঞ্চলিক সরকারের সদর দপ্তরে বুধবার মধ্যরাতে ওই বাঙ্কারে অভিযানে যায় পুলিশ। দুই তলা বিশিষ্ট এই বাঙ্কারের ২০টি কক্ষে কয়েক হাজার গাঁজা গাছ পাওয়া যায়। কক্ষগুলো ২০০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা পল ফ্রাঙ্কলিন বলেছেন, দেশটিতে এ পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় গাঁজার খেত এটাই। বাঙ্কারের প্রায় সব কক্ষেই গাঁজার চাষ করা হয়েছে।


গত শতাব্দীর আশির দশকে বাঙ্কারটি তৈরি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পারমাণবিক হামলা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের রক্ষা করাই ছিল ওই বাঙ্কার নির্মাণের উদ্দেশ্য। পুলিশ বলছে, বাঙ্কারটি প্রায় সম্পূর্ণরূপে দুর্ভেদ্য। অভিযানের আগে ওই বাঙ্কার থেকে সন্দেহভাজনদের বের হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা সেখান থেকে বের হওয়ার পরই পুলিশ সেখানে ঢুকতে সক্ষম হয়।


Share:

চুয়াডাঙ্গা হাসপাতালে অভিযান, দুজনের জরিমানা


চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোগীদের ভুলিয়ে-ভালিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার ঘটনায় পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন রোগী ও রোগীর স্বজনেরা হাসপাতালে দালাল ও প্রতারকচক্রের উৎপাতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। এর ভিত্তিতে সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গতকাল দুপুরে হাসপাতালে অভিযান চালায়। এ সময় তারা চুয়াডাঙ্গা শহরের গুলশান পাড়ার আরেফীন আলম ও ইমরান হোসেনকে আটক করে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যায়। আরেফীন একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক, আর ইমরান চিহ্নিত দালাল।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি আটক আরেফীন ও ইমরানকে এক হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
ইউএনও বলেন, এখন থেকে নিয়মিত অভিযান চলবে। এর মাধ্যমে শিগগিরই চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে দালাল ও প্রতারকমুক্ত করা হবে।
Share:

এপ্রিলে ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিলে ভারত সফর করতে পারেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।


নজরুল ইসলাম জানান, এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন।

বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আর জয়শঙ্করের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সেখানে প্রধানমন্ত্রী সফর ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা থাকলেও দুই দফা তা পেছায়। এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এই সম্মান জানানো হচ্ছে।

আগামীকাল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশে জয়শঙ্করের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
Share:

২৫ ভরি স্বর্ণ-পৌনে তিন লাখ টাকা আর ‘বিশ্বস্ত’ তিনজন



প্রায় তিন বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে মালিকের প্রিয় কর্মচারীতে পরিণত হন তিন কর্মচারী। এ বিশ্বস্ততার ওপর ভর করে বুধবার রাতে মালিক কর্মচারীদের দায়িত্বে দোকান ছেড়ে দিয়ে বাড়ি যান। আর এ সুযোগে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে চম্পট দেন ওই তিন কর্মচারী।

পাবনা শহরের সোনাপট্টি এলাকার এক স্বর্ণালংকারের দোকানে এ ঘটনা ঘটে। সকালে দোকানে এসে কর্মচারীদের আর খুঁজে পাননি মালিক। দোকান খোলার পর চুরির ঘটনা নিশ্চিত হন তিনি।

দোকানের মালিক ও পাবনা জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, প্রায় তিন বছর ধরে শাহাদত হোসেন (৪৫), রিপন হোসেন (৪৪) ও রুবেল উদ্দিন (৩৬) নামের তিন কর্মচারী তাঁর দোকানে সোনার চেইন তৈরির কাজ করতেন। তাঁরা বেশ বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। মাঝেমধ্যে তাঁদের কাছে দোকান রেখে তিনি বাইরে যেতেন। বুধবার বিকেলে তিনি জরুরি কিছু চেইন তৈরির কাজ পান। এ সময় ওই কর্মচারীরা চেইন তৈরির যন্ত্রটি নষ্ট হয়েছে বলে জানিয়ে তা মেরামতের জন্য দোকানে থাকার কথা বলেন। তিনি যন্ত্রটি মেরামত করে দ্রুত কাজ সারতে বলে বাড়িতে চলে যান। এ সুযোগে তিন কর্মচারী দোকানের স্বর্ণালংকার, টাকা সবকিছু নিয়ে পালিয়ে যান। তিনি বৃহস্পতিবার সকালে দোকানে এসে শাটার খোলার পর চুরির বিষয়টি নিশ্চিত হন।

আমজাদ হোসেন বলেন, ওই তিন কর্মচারী নিজেদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছিলেন। তবে দীর্ঘদিনের বিশ্বস্ততার কারণে তাঁদের বিস্তারিত কোনো ঠিকানা রাখা হয়নি। মৌখিকভাবে যে ঠিকানা তাঁরা দিয়েছিলেন, সেখানে খোঁজ করে তাঁদের কোনো হদিস পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তিন কর্মচারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
Share:

Top 10 smartphone 2017

Powered by Blogger.

Blog Archive

Translate

Popular

Blog Archive

Recent Posts

Unordered List

Sample Text

Theme Support