Sunday, March 12, 2017

ভারত এবার ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে!

এক সমীক্ষায় দেখা গেছে, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ ভারতীয়কে ‘ঘুষ’ দিতে হয়। সেই হিসেবে ভারত এবার ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে!সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এশিয়া প্যাসিফিকের দেশগুলিতে এক সমীক্ষা চালায় ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের দুর্নীতিবিরোধী সংগঠনটি।

তাদের সেই সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।, যাতে বলা হয়েছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় কোনো না কোনো সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। এই তালিকায় দ্বিতীয়তে রয়েছে ভিয়েতনাম, তারপর রয়েছে পাকিস্তান এবং চীন। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপানের নাম। 


মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান।এশিয়া প্যাসিফিকের ১৬টি দেশ জোড়া এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ২০ হাজার সাধারণ জনগণ।


ওই সমীক্ষায় জানা যায়, ভারতের পুলিশ বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’- এর কর্মকর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে...
Share:

0 comments:

Post a Comment

Top 10 smartphone 2017

Powered by Blogger.

Translate

Popular

Recent Posts

Unordered List

Sample Text

Theme Support